প্রথম রোজা শুক্রবার


প্রকাশিত: মে ১৬, ২০১৮, ০৬:০৩ পিএম
প্রথম রোজা শুক্রবার

ঢাকা : পবিত্র রমজান শুরু হচ্ছে শুক্রবার। জাতীয়  চাঁদ দেখা কমিটি পবিত্র রমজানের চাঁদ দেখতে না পেয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার সন্ধ্যার পর রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান।

সভা শেষে জানানো হয়, বুধবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। সে অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খেয়ে রোজা পালন শুরু করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা।

এদিকে সৌদি আরবে পবিত্র রমজান শুরু হচ্ছে বৃহস্পতিবার। সৌদি আরবের চাঁদ পর্যবেক্ষণকারীরা বলেছেন, তারা মঙ্গলবার কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখতে পান নি। এর অর্থ হলো সেখানে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। অর্থাৎ বুধবার রাতে সৌদি আরবের মুসলিমরা সেহরি খেয়ে পবিত্র রোজা রাখা শুরু করবেন। 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর