সাইবার অপরাধ রোধে শিগগিরই আইন:জুনায়েদ আহমেদ পলক


প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৫, ০৪:২০ পিএম
সাইবার অপরাধ রোধে শিগগিরই আইন:জুনায়েদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সাইবার অপরাধরোধে শিগগির আইন প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ চলছে। শিগগির তা মন্ত্রিসভায় পাঠানো হবে।

শনিবার দুপুরে একটি বেসরকারি মোবাইল অপারেটরের উদ্যোগে সিলেটের এমসি কলেজে ওয়াইফাই সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আরো বলেন, প্রযুক্তির ক্ষেত্রে বর্তমানে বিশ্বে ঝুঁকি বাড়ছে। সাইবার সিকিউরিটি এখন একটি বিরাট ইস্যু। সাইবার অপরাধরোধ আইনের মাধ্যমে বাংলাদেশে সাইবার অপরাধ, ইন্টারনেট ব্যবহার করে দেশ ও  জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপকে প্রতিহত করার লক্ষ্যে সক্ষমতা তৈরি করছি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কবে খুলে দেওয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে পলক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রিন সিগনাল পেলেই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে।

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ছয় বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেখানে ১২ লাখ ছিল, বর্তমানে তা সাড়ে ৫ কোটিতে দাঁড়িয়েছে।

জা/আ

জাতীয় বিভাগের আরো খবর