স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত আফসানা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৩, ২০১৮, ০৯:৩৮ পিএম
স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত আফসানা

ঢাকা : বিমান দুর্ঘটনায় নিহত স্বামী ক্যাপ্টেন আবিদ সুলতানের পাশেই শয়িত হলেন তার স্ত্রী আফসানা খানম টপি। আবিদের মৃত্যুর খবরে আফসানা ব্রেইন স্ট্রোক করে নিজেও চলে গেলেন না ফেরার দেশে। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন আফসানা শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান।

বাদ আসর উত্তরা ১৩ নম্বর সেক্টর জামে মসজিদে জানাজা শেষে আফসানাকে স্বামীর পাশেই বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়। 

আফসানার মস্তিষ্কে দু’বার রক্তক্ষরণ (স্ট্রোক) হয়ে ছিল। প্রথমবার ছিল মৃদু, পরেরটি গুরুতর। তার মাথার খুলির একটি অংশ খুলে রেখেই শেষ পর্যায়ে চিকিৎসা চলছিল।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ৭১ জন আরোহীর ৫১ জন নিহত হন। নিহতদের ২৬ জন ছিলেন বাংলাদেশি।

দুর্ঘটনার পর বিমানটির প্রধান পাইলট আবিদ আহতাবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। পর দিন সকালে কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 
গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর