তসলিম শেখকে ৩৫ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২১, ২০১৮, ০৮:৩০ পিএম
তসলিম শেখকে ৩৫ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ৩৫ লাখ টাকা অনুদান পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় তসলিম শেখ।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এই সহায়তার চেক তুলে দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনি জানান, তসলিম শেখ গত ১২ বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

তিনি আরও জানান, নাটোরের লালপুরে বসবাসরত তসলিম শেখের ওপর সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হলে প্রতিবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। প্রধানমন্ত্রী পরে তসলিম শেখের বিস্তারিত খবরা-খবর পাঠানোর জন্য নাটোরের জেলা প্রশাসককে নির্দেশ দেন।

নির্দেশ অনুযায়ী নাটোরের জেলা প্রশাসক সম্প্রতি তসলিম শেখের অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন পেশ করেছেন।

প্রতিবেদনে বলা হয়, স্বাধীন বাংলা ফুটবল দলের এই সদস্য লালপুরে তিন-কামরা বিশিষ্ট একটি জীর্ণ বাড়িতে তার অসুস্থ স্ত্রী এবং দুই পুত্র ও এক কন্যাকে নিয়ে বসবাস করছেন। কয়েক বছর আগে তার স্ত্রী’র ওপেনহার্ট সার্জারি করিয়েছেন এবং তার বড় ছেলে মাস্টার রোলে গোপালপুর চিনিকলে কাজ করছেন।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর