মশা নিধনে গাপ্পি মাছ অবমুক্ত করলেন মেয়র


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ২০, ২০১৮, ০৫:২২ পিএম
মশা নিধনে গাপ্পি মাছ অবমুক্ত করলেন মেয়র

ঢাকা : মশার বিস্তার ঠেকাতে এবার নালা-নর্দমায় গাপ্পি মাছ অবমুক্ত করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার ডিএসসিসির অঞ্চল-৪ এর কাজী আলাউদ্দিন রোডের নালায় ১০ হাজার গাপ্পি মাছ অবমুক্ত করেছেন তিনি।
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী ‘স্বচ্ছ ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে এই গাপ্পি মাছ অবমুক্ত করা হয়।

এবিষযে সাঈদ খোকন বলেন, স্বচ্ছ ঢাকা কর্মসূচির আওতায় পরিচ্ছন্ন নগরীর পাশাপাশি জনস্বাস্থ্য নিশ্চিতে মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১০ হাজার গাপ্পি মাছ ডিএসসিসির অঞ্চল-৪ এর নালা-নর্দমা-ড্রেনে অবমুক্ত করে ফলাফল দেখা হবে। যদি ইতিবাচক ফলাফল দেখি তাহলে সকল অঞ্চলে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, গাপ্পি মাছে চিকুনগুনিয়ার বাহক এডিস মশা নিধন হবে না। কারণ এডিস মশা বাসা-বাড়িতে জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তাই বাসা-বাড়িতে জমে থাকা পানি ফেলে দিতে সকলের প্রতি আহ্বান জানান মেয়র।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর