বনানী কবরস্থানে শায়িত হলেন ক্যাপ্টেন আবিদ


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ০৮:৪৭ পিএম
বনানী কবরস্থানে শায়িত হলেন ক্যাপ্টেন আবিদ

ঢাকা : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলার বিমানের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার লাশ বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়। এসময় ক্যাপ্টেন আবিদের সন্তান তামজিদ সুলতান মাহি (১৪) ও অন্য স্বজনেরা উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার বিকালে আর্মি স্টেডিয়ামে নেপালে ইউএস-বাংলা বিমান বিধ্বস্তে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের জানাজা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৫১ আরোহীর মৃত্যু হয়, যাদের মধ্যে চার পাইলট-ক্রুসহ ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২৩ জনকে শনাক্ত করে আজ দেশে নিয়ে আসা হয়।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর