মাই লর্ড আমি দুঃখিত, আপনি কী আদেশ দিয়েছেন?


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ১২:৪২ পিএম
মাই লর্ড আমি দুঃখিত, আপনি কী আদেশ দিয়েছেন?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিল গ্রহণ করে আপিল বিভাগের আদেশের দিনও বিএনপি নেত্রীর আইনজীবীরা আদালতের সঙ্গে নানা তর্ক-বিতর্ক করেছেন। আর তাদের বক্তব্যের পর ২২ মে থেকে এগিয়ে ৮ মে শুনানির সিদ্ধান্ত নেয় আপিল বিভাগ।

সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, জয়নুল আবেদিন প্রমুখ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

সকালে আপিল বিভাগের চার বিচারপতি এজলাসে আসন গ্রহণ করেন। এরপর কার্যতালিকায় থাকা এক মামলার শুনানি শেষে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিলের আবেদনের বিষয়ে আদেশ দেন বিচারপতিরা।

প্রথমে খালেদা জিয়াকে জামিন দিয়ে হাইকোর্টের আপিলের আবেদন গ্রহণ করে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ ২২ মে পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগ। আর আপিল শুনানির জন্য মামলার সারসংক্ষেপ (নথিপত্র) চার সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।

খালেদা জিয়ার আইনজীবীদের মামলার মামলার সারসংক্ষেপ জমা দিতে বলা হয় দুই সপ্তাহের মধ্যে। পাশাপাশি চার সপ্তাহ পরে আপিলটি শুনানির জন্য দিন নির্ধারণ থাকবে বলে জানান আদালত।

আদেশের পর আপিল বিভাগ তার কার্যতালিকায় থাকা অন্য মামালার শুনানি শুরু করে।

কিছু সময় পরে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন আদালতকে বলেন, মাই লর্ড, আমি দুঃখিত। আপনি কী আদেশ দিয়েছেন সেটা বুঝতে পারিনি।

তখন প্রধান বিচারপতি বলেন, আমরা সর্বসম্মত হয়ে এ আদেশ দিয়েছি।

জয়নুল আবেদিন বলেন, আমি সর্বসম্মত, এটা জানতে চাইনি। কোন যুক্তিতে লিভ (লিভ টু আপিল) গ্রহণ করেছেন সেটা জানতে চাই। প্রধান বিচারপতি বলেন, আমরা নথি পর্যালোচনা করেছি।

জয়নুল আবেদিন বলেন, আমরা তো মেরিটে (মামলার মূল বিষয়বস্তুতে শুনানি করিনি) বলিনি। প্রধান বিচারপতি বলেন, আপিলে বলতে পারবেন।

জয়নুল আবেদিন বলেন, আপনারা সর্বোচ্চ আদালত। আপনারা যে আদেশ দেবেন শিরোধার্য্য। তবে ২২ মে অনেক দূর। আজকে যেভাবে লিভ (লিভ টু আপিল) গ্রহণ করলেন, এটা নজিরবিহীন। অতীতে এই জাতীয় ক্ষেত্রে কোনো দিন লিভ (লিভ টু আপিল) গ্রহণ করা হয়নি।

তাহলে তো সবই (অতীতের সব মামলায়) লিভ (লিভ টু আপিল) গ্রহণ করা উচিত ছিল।

এরপর প্রধান বিচারপতি বেঞ্চ অফিসারকে ডেকে চার সপ্তাহের জায়গায় দুই সপ্তাহ করে দিতে নির্দেশ দেন।

এ পর্যায়ে জয়নুল আবেদিন বলেন, ঠিক আছে, আপনি দুই সপ্তাহ করলেন। ২২ মে তারিখের ওই সময়টা এগিয়ে আনার অনুরোধ করছি।

তখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৮ মে পর্যন্ত খালেদা জিয়ার জামিন স্থগিত থাকার পাশাপাশি ওইদিন আপিল শুনানির দিন নির্ধারণ করেন।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর