নিহত ২৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত ২৩, দেশে আসছে কাল


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ১০:০০ পিএম
নিহত ২৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত ২৩, দেশে আসছে কাল

ঢাকা : নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে এখন পর্যন্ত ২৩ জনের লাশ শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া লাশগুলো আগামীকাল সোমবার দেশে আনা হবে বলে ইউএস-বাংলা সূত্রে জানা গেছে।
 
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মরদেহ বিমানবাহিনীর বিমানযোগে ঢাকায় আনা হবে। সোমবার কুর্মিটোলা বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুতে বিকেল ৪টায় বিমানটি অবতরণ করবে।

ঢাকায় আনার পর লাশগুলোকে আর্মি স্টেডিয়ামে নেয়া হবে। সেখানে জানাজা শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন- ইউএস-বাংলার উড়োজাহাজের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ, কেবিন ক্রু খাজা সাইফুল্লাহ, কেবিন ক্রু শারমিন আক্তার নাবিলা, যাত্রী অনিরুদ্ধ জামান, তাহিরা তানভীন শশী, উম্মে সালমা, মিনহাজ বিন নাসির, রাকিবুল হাসান, মতিউর রহমান, রফিকউজ জামান, এফএইচ প্রিয়ক, আঁখি মণি,  তামারা প্রিয়ন্ময়ী, আকতার বেগম, হাসান ইমাম, এসএম মাহমুদুর রহমান, ফয়সাল আহমেদ, সানজিদা হক, বিলকিস আরা, নাজিয়া আফরিন চৌধুরী, বেগম হারুন নাহার বিলকিস বানু ও মো. নুরুজ্জামান।

নিহত ২৬ জনের মধ্যে যে তিনজনের লাশ শনাক্ত করা যায়নি। তারা হলেন- আলিফউজ্জামান, মো. নজরুল ইসলাম ও পিয়াস রয়।


গো নিউজ২৪/আই 

জাতীয় বিভাগের আরো খবর