বিমান বিধ্বস্তে আহতদের দেখতে হাসাপাতালে বিমানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৯:৩২ পিএম
বিমান বিধ্বস্তে আহতদের দেখতে হাসাপাতালে বিমানমন্ত্রী

ঢাকা : ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে কাঠমান্ডু মেডিকেল কলেজে গেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে যান মন্ত্রী। এসময় আইসিইউসহ বেশ কয়েকটি ইউনিটে গিয়ে আহতদের খোঁজখবর নেন বিমানমন্ত্রী।

এর আগে বিমান দুর্ঘটনা নিয়ে নেপালের সিভিল এভিয়েশনের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, বিমান দুর্ঘটনা নিয়ে বিমানবন্দর সংশ্লিষ্টরা পরস্পরকে দোষারোপ করছে। বিমানটির ব্লাকবক্স ও ককপিট ভয়েস রিকোভার করা হয়েছে। তারা তদন্ত করছে। আমাদের দলও তদন্ত করছে। তদন্ত শেষ হলে আসল ঘটনা সামনে আসবে।

আগামীকাল সকাল ৮টায় নেপালের সেনা প্রধানের সঙ্গে এবং দুপুরে নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে বৈঠক করবেন বিমানমন্ত্রী।


গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর