বিমান বিধ্বস্তে জীবিত ১০ বাংলাদেশির নাম


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৫:৪২ পিএম
বিমান বিধ্বস্তে জীবিত ১০ বাংলাদেশির নাম

ঢাকা : নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইটের ৩৬ বাংলাদেশি আরোহীর মধ্যে ১০ জন জীবিত আছেন। বাকি ২৬ জন মারা গেছেন বলে জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।

জীবিত ১০জন নেপালের রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জীবিতদের মধ্যে ইয়াকুব আলীর চিকিৎসা চলছে নরভিক হাসপাতালে। ওহম হাসপাতালে চিকিৎসা চলছে রেজওয়ানুল হকের। বাকিদের মধ্যে ইমরানা কবীর হাসি, শাহরিন আহমেদ, শেখ রাশেদ রোবায়েত, আলমুন্নাহার এ্যানী, মেহেদী হাসান, সায়্যেদা কামরুন্নাহার স্বর্ণা, কবীর হোসেন ও শাহীন বেপারী চিকিৎসাধীন রয়েছেন কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার (১৩ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জীবিত বাংলাদেশিদের কেউ গুরুতর আহত আছেন, কেউ হালকা আঘাত পেয়েছেন। 

কামরুল ইসলাম আরও বলেন, জীবিতদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে ইউএস-বাংলা। ক্ষতিগ্রস্তরা ইন্স্যুরেন্স সুবিধা ছাড়াও ক্ষতিপূরণ পাবেন। বর্তমানে পরিস্থিতি মোকাবিলার পরেই ক্ষতিপূরণের বিষয়টি ঠিক হবে।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর