আইনজীবীদের উপর চটেছেন খালেদা!


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ০৮:৫৯ পিএম
আইনজীবীদের উপর চটেছেন খালেদা!

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার আইনজীবীদের উপর বেশ চটেছেন বলে জানা গেছে।

বিশেষ করে নিম্ন আদালতের নথির বিষয়টি নিয়ে এতোদিন কেন আইনজীবীরা ব্যবস্থা নেয় নি এ বিষয়টি নিয়ে খালেদা জিয়া আইনজীবীদের উপর চটেছেন বলে বিশেষ সূত্রে জানা গেছে।

রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি শেষ হয়েছে। তবে নিম্ন আদালতের নথি আসার পর জামিন আবেদনের ওপর আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত।

এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, নিম্ন আদালত থেকে নথি আসতে ১৫ কার্যদিবস সময় লাগবে। 

সেক্ষেত্রে খুব শিগগিরই জামিনের সম্ভাবনা দেখছেন না খোদ খালেদা জিয়া।

রোববার বিকেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে কারাগারে যান তার পরিবারের ৪ সদস্য। তাদের কাছে খালেদা জিয়া তার আইনজীবীদের কাজের প্রতি ক্ষোভ জানান বলে বিশেষ সূত্রে জানা গেছে।

খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের বেশ রাগান্বিত স্বরে বলেছেন, তারা (আইনজীবীরা) কী কাজ করছে। শুধু ক্যামেরায় মুখ দেখাতে ব্যস্ত। রায়ের নথিটা এখনো আনতে পারলো না। 

এদিকে কেবল খালেদা জিয়াই নয়, বিএনপির সাধারণ নেতাকর্মীরাও আইনজীবীদের কাজে বিরক্ত। অনেকের মতে, এতো বড় বড় আইনজীবী থাকতেও নথির বিষয়টি তারা কী করে এড়িয়ে গেলেন। নিম্ন আদালত থেকে মামলার নথি-পত্র উচ্চ আদালতে জমা করা প্রয়োজন এটা কী তারা জানতেন না। যদি জানবেনই তাহলে আগে কেন ব্যবস্থা নেয়া হলো না।

অনেকে অবশ্য এ বিষয়টির মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাদের মতে সম্প্রতি মওদুদ আহমদের ঘোষণা মতে আইনজীবীরা কী জেনে শুনেই খালেদা জিয়াকে দীর্ঘ দিন কারাগারে রাখার ব্যবস্থা করছেন ? যদি তাই হয় তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং দলের তৃণমূল নেতাকর্মীরা তাদের কখনোই ক্ষমা করবেন না বলেও হুশিয়ারি দিয়েছেন দু-একজন।   

উল্লেখ্য,  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫বছরের কারাদণ্ড দিয়েছেন নিম্ন আদালত।

এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

মামলার অন্যান্য ৫ আসামীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সাজা প্রাপ্ত অন্য আসামীরা হলেন- সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। মামলায় শুরু থেকে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেকের ২কোটি ১০লক্ষ ৭১ হাজার টাকা সমপরিমান জরিমানাও ধার্য করা হয়েছে।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর