কারাগারে খাবারের প্রশংসা করে যা বললেন খালেদা!


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ০১:০৯ পিএম
কারাগারে খাবারের প্রশংসা করে যা বললেন খালেদা!

ঢাকা : দুর্নীতি মামলায় আটক বিএনপির চেযারপারসন বেগম খারেদা জিয়া কারাগারের খাবারের প্রশংসা করেছেন বলে জানা গেছে।

জেলের নারী কর্মকর্তা বেগম জিয়ার কাছে জেলের খাবারের মান সম্পর্কে জানতে চান। উত্তরে বেগম জিয়া বলেন ‘খাবার তো ভালোই। নারী জেল কর্মকর্তা বলেছেন, বেগম জিয়া জেলে কথা বলেন খুবই কম। তিনি শুধু হ্যাঁ, না, আচ্ছার মধ্যেই কথাবার্তা সীমিত রাখেন। তাঁর পছন্দের খাবার সম্পর্কেও কিছু বলেন না। কোনো কিছু চানও না। বেশিরভাগ সময়ই চুপচাপ থাকেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এদিকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে কারাগারে বেগম খালেদা জিয়াকে উন্নত খাবার পরিবেশন করা হবে। তবে কারা কতৃপক্ষ সকালেই তাকে খাবারের মেন্যুর ব্যাপারে জিজ্ঞেস করলে, তিনি কোনো পছন্দ জানান নি। একজন নারী জেল কর্মকর্তা সকালে তাঁর সঙ্গে দেখা করে জানতে চান, দুপুরে বা রাতে কখন তিনি উন্নত মানের খাবার খাবেন? উত্তরে বেগম জিয়া বলেন ‘একটা কিছু খেলেই হলো।

পরে কারা কর্তৃপক্ষ দুপুরেই তাঁকে উন্নত মানের খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য,  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

মামলার অন্যান্য ৫ আসামীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সাজা প্রাপ্ত অন্য আসামীরা হলেন- সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। মামলায় শুরু থেকে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেকের ২কোটি ১০লক্ষ ৭১ হাজার টাকা সমপরিমান জরিমানাও ধার্য করা হয়েছে।


গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর