খালেদার সাজা বৃদ্ধির আপিল করবে দুদক


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৫:০৬ পিএম
খালেদার সাজা বৃদ্ধির আপিল করবে দুদক

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর আপিল করবেন মামলার বাদিপক্ষ দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য আলাপ-আলোচনার পর আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম।

তিনি বলেন, সাজা বাড়ানোর আপিলের সিদ্ধান্ত নেবে দুদক। আমরা রায়ের কপি সোমবার রাত ৯টায় পেয়েছি। এটা পড়ে কমিশন আলোচনার পর সিদ্ধান্ত নেবে।

এর আগে মঙ্গলবার দুপুরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন খালেদার আইনজীবীর। ৬০ পৃষ্ঠার মূল আবেদনের সঙ্গে ১২২৩ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়েছে।

আপিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম।

বৃহস্পতিবার আপিল শুনানি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অনুষ্ঠিত হবে। এতিদই খালেদার জামিন আবেদন করবেন আইনজীবীরা।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর