এবার দেশেই চা থেকে তৈরি হতে যাচ্ছে সাবান, শ্যাম্পু, লোশন


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৬:৪৬ পিএম
এবার দেশেই চা থেকে তৈরি হতে যাচ্ছে সাবান, শ্যাম্পু, লোশন

ঢাকা : দেশের বাইরে এখন চায়ের শ্যাম্পু, লোশন তৈরি হচ্ছে জানিয়ে বাংলাদেশেও এগুলো উৎপাদনের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সকলেই তো শ্যাম্পু, সাবান, লোসন ব্যবহার করি। এখন কিন্তু টি শ্যাম্পু, টি সোপ, টি টুথপেস্ট, টি লোসন বিশ্বে যথেষ্ট জনপিয়তা পাচ্ছে। আমরাও কিন্তু করতে পারি।

দেশে চা গবেষণা কেন্দ্র চায়ের আচার তৈরি করেছে জানিয়ে শেখ হাসিনা জানান, কিছুদিন রেখে দিলে এই আচার খেতে বেশ মজা।

অনুষ্ঠানে চায়ের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর বহুমুখী ব্যবহারের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে দেশে গ্রিন টি, তুলসি চা, আদা চা উৎপাদন হচ্ছে জানিয়ে আরও অভিনব ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

এসময় উচ্চফলনশীল বিটি-টোয়েন্টি ওয়ান ক্লোন চা বীজ অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মতিঝিলে ৩০ তলা বঙ্গবন্ধু চা ভবনের ভিত্তিফলকও উন্মোচন করেন তিনি। চা শিল্পে বিশেষ অবদান রাখা ব্যক্তি-প্রতিষ্ঠানকে সন্মাননাও তুলে দেয়া হয় অনুষ্ঠানে। আর বক্তব্য শেষে পরে প্রদর্শনী ঘুরে দেখেন শেখ হাসিনা।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর