চা শ্রমিকদের ২ শতাংশ হারে গৃহায়ণ ঋণ দেওয়ার ঘোষণা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ১২:৪৯ পিএম
চা শ্রমিকদের ২ শতাংশ হারে গৃহায়ণ ঋণ দেওয়ার ঘোষণা

চা শ্রমিকদের ঘরবাড়ি নির্মাণে চা বাগান মালিকদের ২ শতাংশ হারে গৃহায়ণ ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত চা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাবাগান মালিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।

এই সময় তিনি বলেন, চা শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে পাতা তুলেন, বাগানের পরিচর্যা করেন। তাদের কল্যাণে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি আপনাদের নজর দিতে হবে। পাশাপাশি শ্রমিকরাও বেশ আন্তরিকতা দিতে তাদের কাজটুকু করবেন বলে আমি বিশ্বাস করি। 

শেখ হাসিনা বলেন, ৯৬ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশ টি বোর্ডের পক্ষ থেকে শ্রমিকদের ঘর তৈরি করে দেওয়া হয়েছে। চায়ের গবেষণা ও উৎপাদন বৃদ্ধিতে নানা পদক্ষেপ নিয়েছে। রফতানি বেড়েছে এই অর্থকারী ফসলের।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর