খালেদা জিয়াকে আদালতে আজ হাজির করা হচ্ছে না


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৮:১২ এএম
খালেদা জিয়াকে আদালতে আজ হাজির করা হচ্ছে না

কারাবন্দি খালেদা জিয়ার রোববার একটি মামলায় আদালতে হাজিরার তারিখ থাকলেও তাকে নেওয়া হচ্ছে না বলে একজন জ্যেষ্ঠ কারা কর্মকর্তা জানিয়েছেন।

তবে কেন তাকে আদালতে নেওয়া হবে না সে বিষয়ে কিছু বলেননি জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে।

ঢাকার বিশেষ জজ আদালত-২ এ বিচারাধীন বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় রোববার তার হাজিরার দিন রয়েছে। আদালতে হাজির করা হলে কারাবন্দি হওয়ার ১০ দিন পর প্রথম প্রকাশ্যে দেখা যেত বিএনপি চেয়ারপারসনকে।

দুই বছর আগে সব বন্দিকে সরিয়ে নেওয়া নাজিমউদ্দিন রোডের পুরনো এই কারাগারে তাকে রাখার কারণ হিসেবে আদালতে আনা-নেওয়ায় কম দূরত্বের সুবিধার কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কারা কর্মকর্তারা।

তার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচারও চলছে এই কারাগারের পাশেই বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর অস্থায়ী এজলাসে।

খালেদা জিয়াকে রোববার আদালতে নেওয়ার কোনো প্রস্তুতি না থাকার কথা আগেই জানিয়েছিলেন তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের একজন কর্মকর্তা।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর