ন্যাম ভবনে এমপিপুত্রের ঝুলন্ত মরদেহ


সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৮, ১১:২৭ এএম
ন্যাম ভবনে এমপিপুত্রের ঝুলন্ত মরদেহ

সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর এক মাত্র পুত্র অনিক আজিজ (২৬) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার গভীর রাতে ঢাকার ন্যাম ফ্ল্যাটে সে আত্মহত্যা করে।

এমপির এপিএস জাহাঙ্গির হোসেন জানান, ঢাকার ন্যাম ফ্লাটে তার একমাত্র বোন সৃষ্টি অনিক আজিজ ও ড্রাইভার ছিল। এমপি সাতক্ষীরায় অবস্থান করছিলেন। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমাতে যায়। রোববার সকালে সবাই ঘুম থেকে উঠলেও অনিক আজিজ উঠছিল না। অনেক ডাকাডাকি করলেও না উঠাও তার রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখা যায় সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। 

তার লাশ উদ্ধার করে সোহরার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশের ময়না তদন্ত শেষে সাতক্ষীরায় নিয়ে আসা হবে বলে তিনি জানান। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা তিনি বলতে পারেননি।

গো নিউজ২৪/এবি

জাতীয় বিভাগের আরো খবর