বাংরেজি বন্ধে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ


নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ০৬:৫৩ পিএম
বাংরেজি বন্ধে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ

ঢাকা : দেশের রেডিও স্টেশনগুলোকে শুদ্ধ বাংলা ব্যবহার করে অনুষ্ঠান উপস্থাপনার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। সেইসাথে বাংলা ও ইংরেজির ভুল এবং বিকৃত শব্দ উপস্থাপন না করতেও বলা হয়েছে।

শনিবার তথ্য মন্ত্রণালয় সূত্রে এ নির্দেশনার কথা জানা গেছে। এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) এ সক্রান্ত নির্দেশনা রেডিও ষ্টেশনগুলোতে পাঠানো হয়েছে।

জানা গেছে, রেডিও স্টেশনের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার সময় বাংলার সাথে ইংরেজি মিশিয়ে বিকৃতভাবে শব্দ ব্যবহার করাকে তথ্য প্রতিমন্ত্রী ‘বাংরেজি’ বলে উল্লেখ করেছেন।

তার মতে, বাংলা ও ইংরেজি মিলিয়ে যে ‘বাংরেজি’ ভাষা তৈরি হয়েছে, সেটি বন্ধ করতে বলেছি। বিভিন্ন রেডিও স্টেশনের বেশকিছু অনুষ্ঠানে আই নো, ইউ নো টাইপের শব্দ দিয়ে আধা ইংরেজি আধা বাংলা বলা হয়, যা বন্ধ হওয়া দরকার।

প্রতিমন্ত্রীর ভাষ্য, ভাষার ক্ষেত্রে যারা এমন করছেন, তারা ঠিক মতো একটি ইংরেজি কিংবা বাংলা বাক্য বলতে পারবেন কি না আমার সন্দেহ হয়।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর