দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প


স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ০৮:২৫ এএম
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৭টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। রিখটার স্কেলে ভুমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬ মাত্রা। এর স্থায়ীত্ব ছিলো মাত্র ৮ সেকেন্ড।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ২৭২ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তের কুড়িগ্রামের শেষ প্রান্তে ভারতের আসাম রাজ্যের গৌরীপুর এ ভূ-কম্পনের কেন্দ্র স্থল ছিলো। বাংলাদেশের উত্তরাঞ্চল সংলগ্ন ভারতীয় কিছু এলাকাতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। 

এদিকে মৃদু ভূমিকম্পে রংপুরে হালকা ঝাকুনি অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় অনেকেই ঘুমে থাকায় ভয়ে আতঙ্কিত হয়ে জেগে ওঠেন। সাধারণ মানুষ উঁচু ভবন ও ঘর থেকে আতঙ্কে বেরিয়ে আসেন। আতঙ্কিত অনেকেই রাস্তার মধ্যে জড়ো হয়ে পড়েন। তবে এর মাত্রা এবং স্থায়ীত্ব ছিল কম থাকায় বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।  

রংপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানান, ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। এরপরও বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

গো নিউজ২৪/এবি

জাতীয় বিভাগের আরো খবর