শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা নিখোঁজ


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৮, ০৪:১২ পিএম
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা নিখোঁজ

ঢাকা :  শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির নেতা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। রাজধানীর বনানী এলাকা থেকে সমিতির যুগ্ন সম্পাদক মো. নাসির উদ্দিন নিখোঁজ হন।

শুক্রবার দুপুরে তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়ে জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বনানী থেকে মন্ত্রণালয়ে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।

নাসির উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব এবং শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লি. এর যুগ্ন সম্পাদক। 

এবিষয়ে পরিবারের পক্ষ থেকে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১২১৮) করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন জানান, বৃহস্পতিবার খিলক্ষেতের বাসা থেকে বের হয়ে বনানীতে এক ব্যক্তির সঙ্গে দেখা করে অফিসে যাওয়ার কথা ছিলো নাসির উদ্দিনের। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  নিখোঁজ নাসির উদ্দিনকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর