রসিক মেয়র-কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে যা বললেন প্রধানমন্ত্রী


ফরহাদুজ্জামান ফারুক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ০৪:৪৩ পিএম
রসিক মেয়র-কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে যা বললেন প্রধানমন্ত্রী

রংপুর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের স্থানীয় জনগণকে তাদের কাক্সিক্ষত সেবা দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকার কেবল রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করে নাই, উপরন্তু একে বিভাগ হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে রংপুরের সার্বিক উন্নয়নে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রসিকের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।

উত্তরাঞ্চলে মঙ্গার প্রভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলে একদা মঙ্গা জনগণের দুঃখের কারণ ছিলো। সেই মঙ্গা এখন আর নেই। বর্তমান সরকার তা দূর করতে সক্ষম হয়েছে। এক সময়ের অবহেলিত এ অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে। সরকার রংপুর সিটিসহ এই বিভাগের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এলজিআরডি এবং সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক। এসময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।

শপথ শেষে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সবার সার্বিক সহযোগিতা নিয়ে সিটি করপোরেশনের দায়িত্ব পালন করবো।

এরআগে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সদ্য নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়রের শপথ গ্রহণ শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নব নির্বাচিত ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং ১১ সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।

উলে­খ্য, গত বছরের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে ১ লক্ষ ৬০ হাজার ৪’শ ৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে ৬২ হাজার ৪০০ ভোট এবং ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১’শ ৩৬টি ভোট।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর