রোহিঙ্গাদের ফেরাতে ২ বছর সময় লাগবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৮:৫১ পিএম
রোহিঙ্গাদের ফেরাতে ২ বছর সময় লাগবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: রোহিঙ্গাদের ফেরাতে ২ বছরের মতো সময় লাগবে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশে খুব ঠাণ্ডা মাথায় এগোচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করছে। 

মঙ্গলবার সকালে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি চূড়ান্ত হয় বাংলাদেশ-মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে। এর পর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরাতে আমরা বরাবরই আশাবাদী। বিষয়টা যেহেতু জটিল, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং সমস্যার ব্যাপ্তি অনেক বড়। গত সোমবার ৯ লাখ ৯৯ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে। এই সংখ্যাই বলে সংকট কত বড়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তিতে বলা হয়েছে প্রথমে রোহিঙ্গারা মিয়ানমারের একটি অস্থায়ী ক্যাম্পে যাবে, এরপর দ্রুততম সময়ে নিজ নিজ গ্রামে তাদের পুনর্বাসন করা হবে। অবশ্যই তা হতে হবে স্বেচ্ছাই নিরাপদ ও সম্মানজনক প্রর্ত্যাবর্তন। খুব শিগগিরই তারা ফিরে যাবে। ফেরাতে ২ বছরের মতো সময় লাগবে।

 গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর