ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পে অর্থ দেবে না চীন: অর্থমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৮, ০৫:৩১ পিএম
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পে অর্থ দেবে না চীন: অর্থমন্ত্রী

ঢাকা : ঢাকা-সিলেট মহাসড়ক ফোরলেন প্রকল্পে চীন অর্থায়ন করবে না বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ প্রকল্পে কিছু সমস্যা হয়েছে। চীন এ প্রকল্পকে ব্লাক লিস্টে দিয়েছে। চীন অর্থায়ন করবে না। তাই এই প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে।

অর্থমন্ত্রী আরো বলেন, দেশের নিজস্ব সম্পদ বাড়ছে। আমাদের নিজস্ব টাকায় পদ্মাসেতুর মতো প্রকল্প বাস্তবায়ন করছি। যেহুতু ঢাকা-সিলেট মহাসড়ক ফোরলেনে চীনা অর্থায়নে সমস্যা দেখা দিয়েছে, তাই আমাদের টাকায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, দেশের উন্নয়নে বিনিয়োগের ওপর জোর দিতে হবে। কারণ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সিরিয়াস প্রবলেম ফাইন্যান্স।

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়ন অগ্রগতির পর্যালোচনাকে সামনে রেখে ‘বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০১৮’ উপলেক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর