ইসি’র দু’টি ওয়েবসাইট হ্যাক


প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ০৮:১৫ এএম
ইসি’র দু’টি ওয়েবসাইট হ্যাক

ঢাকা : বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) দুটি ওয়েবসাইট হ্যাক হয়েছে। ওবেসাইট দুটি হলো (www.ec.gov.bd এবং www.ecs.gov.bd)। শুক্রবার দিনগত রাতে জর্দানের হ্যাকিং গ্রুপ ‘ডার্ক টেররিস্ট’ সাইট দুটি হ্যাক করে বরে জানা গেছে।

হ্যাকাররা হয়তো নিজেদের শক্তি জানান দিতে অথবা কৌতুহলের ছলে এটা করেছে।’কেননা তারা নির্বাচন কমিশনের কাছে কোনো দাবি জানায়নি। তারা বলেছে ‘হ্যাকিং কোনো অপরাধ নয়! এটা তাদের শিল্প।

এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক হলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার এবং ওয়েবসাইটটি এখনো সুরক্ষিত রয়েছে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর