সুজন হত্যাকাণ্ডের মামলায় এসআই জাহিদকে অব্যাহতি


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৮, ০৩:৩২ পিএম
সুজন হত্যাকাণ্ডের মামলায় এসআই জাহিদকে অব্যাহতি

ঢাকা : ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যাকাণ্ডের মামলা থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদসহ আট জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। পুলিশের দায়ের করা এই মামলায় অব্যাহতি পাওয়া আটজনের মধ্যে চারজনই পুলিশের সদস্য।

এ হত্যার ঘটনায় মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যুর ঘটনায় অপর একটি মামলা করা হয়েছে। একই ঘটনায় দুইটি মামলা আইনে চলতে না পারায় আসামিদের অব্যাহতি প্রদান করা হল। মহানগর দায়রা জজ আদালতে করা অপর মামলাটি উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে।

এদিকে পুলিশের মামলা হতে এসআই জাহিদকে অব্যাহতি দেয়ায় মর্মাহত হয়েছেন সুজনের ভাই শামীম। তিনি বলেন, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ জুলাই মাহবুবুর রহমান সুজন হত্যার ঘটনায় এসআই জাহিদসহ আটজনকে আসামি করে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। মামলার অপর আসামিরা হলেন, এএসআই রাজকুমার, কনস্টেবল আনোয়ার, রাশেদুল, সোর্স নাসির, পলাশ, খোকন ও ফয়সাল।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর