শীত আর কতদিন থাকবে?


নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৮, ১২:৩৮ পিএম
শীত আর কতদিন থাকবে?

সারা দেশে ঝেকে বসেছে শৈত্যপ্রবাহ। আর একদিন পার হলেই পৌষের শেষ। শুরু হবে মাঘ মাস। পৌষের শীতের প্রকট যেন মাঘে আরো বাড়বে এমনটায় আভাস মিলছে শীতের দাপুটে আচরণে। এরই মধ্যে চলতি সপ্তাহেই দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। এমতাবস্থায় সবর মনেই প্রশ্ন জেগেছে কমে কমবে এই শীত।

তার উত্তর দিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে শীত আরো দুইদিন থাকবে। মাঘ মাসের শুরুতেই চলমান শৈত্যপ্রবাহের তীব্রতা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তরী হাওয়ার সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে আসায় সর্বত্র তীব্র শীত অনুভূত হচ্ছে। বিরাজমান শৈত্য প্রবাহ আরও দু’দিন অব্যাহত থাকতে পারে। ১৪ জানুয়ারির পর কোথাও কোথাও রাতের তাপমাত্রা বাড়বে। এতে পরিস্থিতির উন্নতি হবে। এছাড়া সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

গো নিউজ২৪/এবি

জাতীয় বিভাগের আরো খবর