বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে


জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০২:১৯ পিএম
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে

ঝিনাইদহ: দ্রুত আইনি জটিলতা নিরসন করে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের সার্কেল অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের সাথে অনেক দেশের বন্দি বিনিময় চুক্তি নেই। এছাড়া কিছু আইনি জটিলতা রয়েছে। এ জটিলতা নিরসনে সরকার কাজ করে যাচ্ছে।’

এসময় খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, ৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোনিউজ/এমবি

জাতীয় বিভাগের আরো খবর