স্বাধীনতার পর ২৯ বছর দেশ ধ্বংসের লীলায় পড়েছিল


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৭, ০১:৫৭ পিএম
স্বাধীনতার পর ২৯ বছর দেশ ধ্বংসের লীলায় পড়েছিল

যশোর: যশোরবাসীর স্বপ্নের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর ১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা আত্মত্যাগ করে, যারা সৃষ্টি করে, তারা কখনও ধ্বংস করে না। যারা সৃষ্টি করে না, তারাই ধ্বংস করে। স্বাধীনতার পর ২৯ বছর বাংলাদেশ ধ্বংসের লীলায় পড়েছিল। ১৯৭৫ সালের পর যারা ক্ষমতায় এসেছিল তারা স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়েছিল। ’

অনুষ্ঠানের শুরুতে তিনি মহান স্বাধীনতার বীরসেনাদের গভীরভাবে স্মরণ করেন। তিনি বলেন, ‘যুদ্ধ বিধ্বস্ত দেশে ৭৫ এ জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। তাই যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেটা পূরণ হয়নি।’

গণভবনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

এদিকে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের এমপি মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায়, যশোর-৫ আসনের এমপি স্বপন কুমার ভট্টাচার্য্য, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জাহাঙ্গীর আলম জানান, এ পার্কের মূলভবনে ইতোমধ্যে জাপানের দুটি কোম্পানিসহ ৫৫টি কোম্পানিকে পার্কে আইটি ব্যবসার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া স্টার্টআপ কোম্পানি হিসেবে তরুণদের বিনামূল্যে পুরো একটি ফ্লোর বরাদ্দ দেয়া হচ্ছে। 

তিনি আরও জানান, খুলনা বিভাগের ১০ জেলাকে টার্গেট করেই যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক করা হয়েছে। দেশ-বিদেশের আইটি শিল্প উদ্যোক্তারা এখানে বিনিয়োগের সুযোগ পাবেন। এ পার্কে মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং, কল সেন্টার, রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আর অ্যান্ড ডি)- এ কাজগুলো হবে। 

প্রকল্পের সার্ভে প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ২০১০ সালের ২৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে একটি বিশ্বমানের আইটি পার্ক স্থাপনের ঘোষণা দেন। সে অনুযায়ী ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে যশোরের বেজপাড়া নাজিরশংকরপুর এলাকায় এ আইটি পার্কের নির্মাণ কাজ শুরু হয়। মোট জায়গার পরিমাণ দুই লাখ ৩২ হাজার বর্গফুট। ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাইটেক পার্কে আধুনিক সকল সুযোগ-সুবিধাসহ রয়েছে ১৫ তলাবিশিষ্ট এমটিবি ভবন, ১২ তলাবিশিষ্ট ফাইভ স্টার মানের ডরমেটরি ভবন, অত্যাধুনিক কনভেনশন সেন্টারের সঙ্গে আন্ডারগ্রাউন্ড পার্কিং। জাপানি উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী ডরমেটরি ভবনের ১১ তলার পুরোটাতে আন্তর্জাতিকমানের জিম স্থাপন করা হয়েছে। আর সব বিল্ডিং নির্মাণ করা হয়েছে ভূমিকম্প প্রতিরোধক কম্পোজিট (স্টিল ও কংক্রিট) কাঠামোতে। ভবনের প্রতিটি ফ্লোরে ১৪ হাজার বর্গফুটের জায়গা রয়েছে।

এছাড়াও এতে থাকছে ৩৩ কেভিএ পাওয়ার সাব-স্টেশন, ফাইবার অপটিক ইন্টারনেট লাইন এবং অন্যান্য ইউটিলিটি সার্ভিসের সুবিধা। ধারণা করা হচ্ছে এ পার্কে ১২ হাজার লোকের আয়ের উৎস হবে। 

গোনিউজ/এমবি
 

জাতীয় বিভাগের আরো খবর