লিফটের দরজা খোলা দেখেই পা বাড়িয়েছিল হাসি


নিউজ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৭, ০৮:২৮ পিএম
লিফটের দরজা খোলা দেখেই পা বাড়িয়েছিল হাসি

পোশাক শ্রমিক হাসি (২২)। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। কিন্তু সেই কারখানার পাঁচ তলা থেকে লিফটের গর্ত দিয়ে নিচে পড়ে মৃত্যু হয়েছে তার।

তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার শৈলমারী গ্রামের মমিনুর রহমানের মেয়ে। হাসি স্থানীয় হাজীর পুকুর এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় সুয়িং সেকশনের হেল্পার পদে চাকরি করতেন।

জয়দেবপুর থানা পুলিশের এসআই সাদেকুজ্জামান ভূঁইয়া জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ছয়দানা ভূসির মিল এলাকায় ঈস্ট-ওয়েস্ট ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিক হাসি বুধবার দুপুর ১টার দিকে কারখানার পাঁচ তলা ভবন থেকে নিচে নামার জন্য লিফটের কাছে যায়।

কারখানার লিফটি অনেক পুরনো হওয়ায় ৫ তলায় লিফটে প্রবেশের দরজাটি খোলা ছিল। লিফট নিচে নেমে গেলেও দরজাটি বন্ধ হয়নি। হাসি লিফটি থেমে আছে মনে করে নামতে গেলে পা ফসকে ৫ তলার ওপর থেকে লিফটের গর্তে পড়ে যায়। পরে টের পেয়ে কারখানার লোকজন গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর