অতিরিক্ত ভাড়ার অভিযোগে ফার্মগেটে বাস ভাঙচুর


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৭, ১২:০৭ পিএম
অতিরিক্ত ভাড়ার অভিযোগে ফার্মগেটে বাস ভাঙচুর

রাজধানীর ফার্মগেট এলাকায় সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা তিনটি বাস ভাঙচুর করেছে। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফার্মগেটের পূর্ব তেজতুরী বাজারস্থ ফুটওভার ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সরকারি বিজ্ঞান কলেজের কয়েকজন শিক্ষার্থী গাবতলী থেকে আসা লাব্বাইক পরিবহনের তিনটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ আসার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

এ ঘটনা সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ভাড়া দেয়াকে কেন্দ্র করে তিনটি বাস ভাঙচুর করেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, শিক্ষার্থীদের দাবি লাব্বাইক বাসগুলো সিটিং সার্ভিসের নামে করে তাদের কাছ থেকে বাড়তি টাকা নেয়। এছাড়া সঠিক সময়ে তারা কলেজে আসতে পারেন না। কারণ বাসগুলো যেখানে সেখানে থামিয়ে যাত্রা উঠায়। তাই ক্ষুব্ধ হয়ে তারা কয়েকজন শিক্ষার্থী বাস ভাঙচুর করেছে।

গো নিউজ২৪/এবি

জাতীয় বিভাগের আরো খবর