ডিএনসিসির মেয়র পদ শূন্য ঘোষণা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৭, ০১:২৩ পিএম
ডিএনসিসির মেয়র পদ শূন্য ঘোষণা

ঢাকা: ডিএনসিসির মেয়র আনিসুল হক মারা যাওয়ায় পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার এ আদেশ জারি করা হয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম।

মাহমুদুল আলম বলেন, ‘আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করে আমরা বিজি প্রেসে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে এটি গেজেট আকারে প্রকাশিত হবে।’

এর আগে রোববার নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক মৃত্যুবরণ করায় তার পদ শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে অবহিত করবে। যেদিন থেকে মেয়র পদ শূন্য ঘোষণা করা হবে সেদিন থেকে ৯০ দিনের মধ্যে ডিএনসিসির নির্বাচন করা হবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান ডিএনসিসির মেয়র আনিসুল হক।  এ কারণে তার পদটি শূন্য হয়ে যায়।  ২০১৫ সালের এপ্রিলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি।

গোনিউজ/এমবি

জাতীয় বিভাগের আরো খবর