রোহিঙ্গা সমস্যা সমাধানে কম্বোডিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৭, ১০:৫৯ এএম
রোহিঙ্গা সমস্যা সমাধানে কম্বোডিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মিয়ানমার থেকে বিভিন্ন সময়ে বাস্তুচ্যুত হয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা তাদের সাধ্যমতো আশ্রয়, খাদ্য দিচ্ছি।  তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ও মিয়ানমার কাজ করে যাচ্ছে। এরই মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। আমি রোহিঙ্গাদের সুষ্ঠুভাবে প্রত্যাবাসনের জন্য কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।’

সোমবার সকালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের কার্যালয় পিস প্যালেসে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

এদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিভিন্ন খাত নিয়ে কাজ করার জন্য একটি চুক্তি ও নয়টি সমঝোতা স্মারক সই করা হয়েছে। এর আগে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় পিস প্যালেসে এই দুই নেতার মধ্যে বৈঠক হয়। সোমবার সকালে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

কম্বোডিয়ার সঙ্গে চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এসব চুক্তি দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছে। এসব চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে।’

গোনিউজ/এমবি

জাতীয় বিভাগের আরো খবর