‘হিন্দুপল্লীর তাণ্ডব রসিক নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না’


স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৫:১৬ পিএম
‘হিন্দুপল্লীর তাণ্ডব রসিক নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না’

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জঙ্গি হামলার বিষয়টি নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশে এখন জঙ্গিদের তৎপরতা নেই। সম্প্রতি রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুপল্লীতে যে তাণ্ডবের ঘটনা ঘটেছে তা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা দেড়টায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, রসিক নির্বাচন ঘিরে আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সবধরণের প্রস্তুতি গ্রহণ করছি। নির্বাচনে পরীক্ষণমূলকভাবে একটি কেন্দ্রে ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) ব্যবহার করা হতে পারে বলেও জানান তিনি।

এর আগে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রফিকুল ইসলাম। এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনসহ সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর