রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ আশা পররাষ্ট্রমন্ত্রীদের


কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৬:১০ পিএম
রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ আশা পররাষ্ট্রমন্ত্রীদের

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে আসেম সামিটে ইউরোপীয় ইউনিয়ন ও সফররত ৩দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সবাই সর্বোচ্চ চেষ্টা করবে। এতে রোহিঙ্গা সমস্যা সমাধানে আসেম সম্মেলন থেকে কার্যকর পদক্ষেপ আশা করেন পররাষ্ট্রমন্ত্রীরা।

রবিবার দুপুর পৌনে ২টায় কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকো মোঘেরিনি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো এমন মন্তব্য করেছেন।

এসময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, পরিদর্শন করে তারা বলেছেন, এতো অল্প জায়গায় এতো মানুষ আশ্রয় নিয়েছে এরকম পরিস্থিতি তারা কখনো দেখেনি। তারা আরো বলেছেন, রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে আসেম সামিটে সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন।

আজ বেলা ১টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন প্রতিনিধি দল। এর পুর্বে ইউরোপীয় ইউনিয়ন ও ৩ দেশের প্রতিনিধিরা হেলিকপ্টারে করে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র ও জরুরি ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। ক্যাম্প পরিদর্শনের সময় নির্যাতনের শিকার কিছু রোহিঙ্গার সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। রোহিঙ্গাদের মুখ থেকে মিয়ানমারের ঘটনা শুনে হতবাক হয়েছেন তারা।

এসময় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে ফেরত পাঠাতে আসেম সামিটে পদক্ষেপ নেয়া হবে।

এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীসহ সফরকারী পাঁচ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা থেকে আসেম সম্মেলনে যোগ দিতে মিয়ানমার যাওয়ার কথা রয়েছে। এ কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আসেম সম্মেলনকে মাথায় রেখে রোহিঙ্গা ইস্যুতে কোনও অবস্থান নেওয়া যায় কিনা সেটি বিবেচনা করছে। রোহিঙ্গা ইস্যুতে ইউরোপের দেশগুলো শুরু থেকেই সোচ্চার রয়েছে। বাংলাদেশকে রাজনৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি তারা সমস্যার সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করছে।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর