পুলিশ সদস্যকে মারপিট করল বিজিবি সদস্যরা


সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭, ০৯:৫২ এএম
পুলিশ সদস্যকে মারপিট করল বিজিবি সদস্যরা

সাতক্ষীরায় এক পুলিশ সদস্যকে মারপিট করেছেন বিজিবি সদস্যরা। পরিচয়পত্র না দেখানোয় এ ঘটনায় ঘটেছে। আহত পুলিশ সদস্যের নাম ইনজামুল ইসলাম (২৫)। পুলিশ সদস্য ইনজামুল ইসলাম খুলনা জেলার তেরখাদা থানায় কর্তব্যরত ও ভোমরা এলাকার গয়েশপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন।

তিনি জানান, ভোমরা জাহাঙ্গীর মার্কেটের সামনে পুলিশ সদস্য ইনজামুল ইসলামকে মারপিট করেন বিজিবি ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার হায়দার, এসএস কাফি খানসহ অজ্ঞাত ৪/৫ জন বিজিবি সদস্য।

মারপিটের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রথমে বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চাইলে ইনজামুল ইসলাম পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় বিজিবি সদস্যরা পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখাতে না চাইলে তখন তারা মারপিট শুরু করেন।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বলেন, আহত পুলিশ সদস্য ইনজামুল ইসলামকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সাতক্ষীরা-৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুল বোঝাবুঝির এক পর্যায়ে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা নেয়া হবে।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর