ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত


টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৭, ১০:৪০ এএম
ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলে আজ শুক্রবার ১৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। তার অসংখ্য মুরিদান ও ভক্তদের কন্ঠে যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী শ্লোগানে মুখরিত হয়ে উঠে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষে মাজার প্রাঙ্গণ।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আলাউদ্দিন ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসুচী শুরু করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও হল, মওলানা ভাসানীর পরিবার, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেশী বিদেশী অসংখ্য ভক্ত মুরিদান ও সর্বস্তরের জনতা মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারো দেয়াল পত্রিকা, কাঙ্গালী ভোজসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মওলানা ভাসানীর আপোসহীন ভূমিকাকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেন। উল্লেখ্য, ১৯৭৬ সালের এ দিনে তিনি ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর