হিন্দুদের ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেবে বাংলাদেশ: সুষমা


অনলাইন ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৭, ০৯:২৮ পিএম
হিন্দুদের ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেবে বাংলাদেশ: সুষমা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ এক টুইট বার্তায় বলেছেন, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে ঘটনার বিস্তারিত প্রতিবেদন আমরা পেয়েছি। বাংলাদেশের কর্তৃপক্ষ হাইকমিশনকে নিশ্চিত করেছে, ক্ষতিগ্রস্থ মানুষজন ঘরবাড়ি পুনর্নিমাণের জন্য ক্ষতিপূরণ পাবে এবং তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে।

এদিকে রাজশাহীতে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনার অভিজিত চট্টপাধ্যায় আজ সকালে ঠাকুরপাড়ার হিন্দু অধ্যুষিত ক্ষতিগ্রস্থ গ্রাম পরিদর্শন করেছেন। তবে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি।

ধর্মকে অবমাননা করে ফেইসবুকে দেয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে গত শুক্রবার কয়েক হাজার মানুষ ঠাকুরবাড়ি গ্রামে হামলা চালিয়ে বেশকিছু বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় একজন নিহত ও পুলিশসহ ২০ জন আহত হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গো নিউজ২৪/এবি

জাতীয় বিভাগের আরো খবর