সবার আগে বাংলাদেশ: সুষমা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৭, ০২:৩১ পিএম
সবার আগে বাংলাদেশ: সুষমা

ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীরা সবচেয়ে বেশি প্রাধান্য পায়।  আর প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার আগে প্রাধান্য পায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সোমবার সকালে ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সুষমা স্বরাজ বলেন, ‘পড়শি পেহেলে, লেকিন বাংলাদেশ সবচে পেহলে।’

এদিকে আজ ভারতের অর্থায়নে বাংলাদেশে ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।  এছাড়াও সুষমা স্বরাজ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও হিন্দি ডিপার্টমেন্টে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

প্রসঙ্গত, গতকাল রোববার দুই দিনের সফরে ঢাকায় আসেন ভারতের সুষমা স্বরাজ।  সফরের প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেন। প্রতিটি বৈঠকেই তিনি রোহিঙ্গা ইস্যু এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন।

গোনিউজ২৪/এমবি

জাতীয় বিভাগের আরো খবর