সুষমা স্বরাজ এখন ঢাকায়


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ০৩:৩৭ পিএম
সুষমা স্বরাজ এখন ঢাকায়

ঢাকা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা পৌঁছেছেন। রবিবার বেলা ১টা ৩৭ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ. এইচ. মাহমুদ আলী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বিকেলে সাড়ে চারটায় দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে ইন্ডিয়া জয়েন্ট কনসালটেটিভ কমিশন জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.এইচ. মাহমুদ আলি এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যা ছয়টায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে। উভয় বৈঠকেই রোহিঙ্গার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। পরে সোনারগাঁও হোটেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও দেখা করবেন সুষমা। দু’দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর