তিন দিন পর সারাদেশে নৌ-চলাচল স্বাভাবিক


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ০১:১৯ পিএম
তিন দিন পর সারাদেশে নৌ-চলাচল স্বাভাবিক

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়। যা প্রায় তিন দিন চলে। অবশেষে আজ আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিধি-নিষেধ তুলে নেওয়ায় সারাদেশে নৌচলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল পৌনে ৭টা থেকে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটেও ফেরি পারাপার শুরু হয়।

বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিরূপ আবহাওয়ার কারণে শুক্রবার থেকে নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হওয়ায় রোববার সকাল থেকে সব ধরনের নৌ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যুগ্মপরিচালক জয়নাল আবেদিন জানিয়েছিলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার বিকেল থেকে ঢাকা সদরঘাট টার্মিনাল থেকে ৪১ নৌ-রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ওইদিন সকাল থেকে এক ইঞ্জিন বিশিষ্ট নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো নৌযান চলাচল করবে না।

গো নিউজ২৪/এবি
 

জাতীয় বিভাগের আরো খবর