প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ০৯:২৮ এএম
প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি শেখ হাসিনাকে টেলিফোন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

ইহসানুল করিম জানান, টেলিফোনে প্রায় ২০ মিনিট রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন আন্তোনিও গুতেরেস ও শেখ হাসিনা।

লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে প্রবেশ নিয়ে জাতিসংঘ মহাসচিব উদ্বেগ জানিয়েছেন। এই বিষয়ে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে রোহিঙ্গাদের আশ্রয় ও অন্যান্য সেবা দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি। রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে স্বভূমিতে পুনর্বাসনের জন্য মিয়ানমারের উপর আরও চাপ প্রয়োগের জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রেস সচিব জানান, টেলিফোন করার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তার সমর্থন ও অব্যাহত তৎপরতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে তাদের নিজ ভূমিতে যাতে ফিরে যেতে পারে সেজন্য উপায় বের করতে ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ।

গুতেরেসকে প্রধানমন্ত্রী বলেন, “আপনি খুব ভালোভাবে জানেন যে, সমস্যার মূল মিয়ানমারে এবং সেখানেই এই সংকটের সমাধান পাওয়া যাবে।” রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে (গুতেরেস) অবহিত করতে পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই নিউ ইয়র্ক সফর করবেন বলে জানান প্রধানমন্ত্রী।

গো নিউজ২৪/এসআর

জাতীয় বিভাগের আরো খবর