কাজে ফেরার সুযোগ নেই প্রধান বিচারপতির: খসরু


নিউজ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৭, ০২:২২ পিএম
কাজে ফেরার সুযোগ নেই প্রধান বিচারপতির: খসরু

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু বলেছেন, "বিচারক যদি কখনও বিতর্কিত হন, দুর্নীতির অভিযোগ থাকে, ওনার সাথে সাথে পদত্যাগ করতে হয়। অন্যান্য বিচারপতিদের কাছে মাননীয় বিচারপতি এস কে সিনহা বলেছেন উনি রিজাইন করবেন। রিজাইন করার পরিবর্তে উনি একটা স্টেটমেন্ট দিয়ে চলে গেলেন। আবার এসে চেয়ারে বসতে চাচ্ছেন। অন্য বিচারপতিরা বলেছেন, আমরা ওনার সাথে আর বসবো না। ওনার আসার আর সুযোগ নাই। আমার মনে হয় এটা সুদূরপরাহত।"

বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত 'বিবিসি প্রবাহ' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে 'দুর্নীতির' গুরুতর অভিযোগ তিনি। তিনি দাবি করেন, সিনহার ব্যাংক অ্যাকাউন্টে মোটা অংকের টাকা লেনদেন হয়েছে।

খসরু বলেন, "কোটি কোটি, চার কোটি-পাঁচ কোটি পে-অর্ডার, ব্যাংকে পাঁচ কোটি দশ কোটি টাকার লেনদেন - এটা কোত্থেকে হলো?" অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রধান বিচারপতি নিজের শারীরিক সুস্থতা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, সেটির উল্লেখ করে মি: খসরু বলেন, "২রা অক্টোবর আপনি বললেন অসুস্থ লিখিতভাবে, এখন মুখে বলতেছেন সুস্থ। মানুষ কোনটাকে বিশ্বাস করবে?"

গো নিউজ২৪/এসআর

জাতীয় বিভাগের আরো খবর