চলতি বছরের মধ্যেই ফোর জি সেবা চালু


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৭, ০৮:৫৯ এএম
চলতি বছরের মধ্যেই ফোর জি সেবা চালু

চলতি বছরের মধ্যে ফোর জি (চতুর্থ প্রজন্ম) মোবাইল সেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ‘এই সেবার নিলামের জন্য ২৪ সমস্যার ২২টির সমাধান ইতোমধ্যেই করা হয়েছে। আমরা আলোচনা করেছি, বিটিআরসি ও অপারেটররা ছিল। বাকি দুটি দাম নিয়ে, দামাদামি চলছে।’
 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  বৃহস্পতিবার পেপালের ‘জুম’ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমেদ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী প্রমুখ।

পেপালের ক্রস বর্ডার পেমেন্ট সার্ভিস ‘জুম’ সম্পর্কে তিনি বলেন, ‘পেপালের জুম সার্ভিসের উদ্বোধনের ফলে পেপাল একাউন্টধারীরা আগে বাংলাদেশে টাকা পাঠাতে না পারলেও এখন থেকে পেপাল একাউন্টধারী যেকোনো ব্যক্তি তার পেপাল ওয়ালেট ব্যবহার করে স্বল্প সময়ে ও নিরাপদে বাংলাদেশে নির্দিষ্ট ব্যক্তির একাউন্টে টাকা পাঠাতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের তরুণেরা অনলাইনে যে আয় করছে, সেই টাকা পাঠাতে বিরাট সমস্যা ছিল। ৩-৭ দিন সময় এবং টাকার ৩০ শতাংশের বেশি পাঠানোর খরচেই চলে যেতো। ফ্রিল্যান্সারদের দাবি ছিল পেপাল চালু করা। আমি আনন্দের সাথে ঘোষণা দিতে চাই, আজকে সেই সার্ভিস বাংলাদেশে চালু হলো। পেপাল অ্যাকাউন্ট থেকে, অ্যাপ থেকে সরাসরি টাকা পাঠাতে পারবে। ৪০ মিনিট থেকে দুই ঘণ্টার মধ্যে টাকা চলে আসবে। বছরে কোনো ফি দিতে হবে না। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা যেকোনো সময় টাকা পাঠানো যাবে।’

গো নিউজ২৪/এসআর

জাতীয় বিভাগের আরো খবর