`খালেদাকে গ্রেফতারের ব্যাপারটা আইন প্রয়োগকারী সংস্থা জানে‍‍`


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ০১:৪৬ পিএম
`খালেদাকে গ্রেফতারের ব্যাপারটা আইন প্রয়োগকারী সংস্থা জানে‍‍`

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ব্যাপারটা আইন প্রয়োগকারী সংস্থার হাতে। এতে সরকারের কোন হাত সেই। তাকে গ্রেফতারের সরকারের কোন চিন্তা নেই।

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৩তম জন্মিদন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে গ্রেফতারের কোনো চিন্তা-ভাবনা করেনি। এখন আইনের ব্যাপারটা আইন প্রয়োগকারী সংস্থা জানে, আদালত জানে। এটা আদালতের গ্রেফতারি পরোয়ানা, এখানে সরকার কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করেনি।  

প্রসঙ্গত, চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিন মাস পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বিকেলে লন্ডন থেকে দেশে ফিরছেন। সাবেক প্রধানমন্ত্রী এমন এক সময়ে দেশে ফিরছেন যখন তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন বেগম। এ ছাড়া ১২ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঢাকায় দুটি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মানহানির মামলায় ঢাকা মহানগর হাকিম নূর নবী এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এ দুটি পরোয়ানা জারি করেন।

বিএনপি মনে করে, রাজনৈতিক কারণেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তবে, গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীতে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছিলেন, গণমাধ্যমের মাধ্যমে শুনেছি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তা এখনো থানায় পৌছায়নি। কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে পুলিশ দিয়ে ধরিয়ে আনতে হবে, বিষয়টি এমন নয়। যেহেতু খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তি, তাই তাকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে হবে তা নয়, এটি আদালতের বিষয়।

গোনিউজ২৪/কেআর

 

জাতীয় বিভাগের আরো খবর