রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়া বাংলাদেশের পক্ষে: পররাষ্ট্রমন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ১২:৫৬ পিএম
রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়া বাংলাদেশের পক্ষে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়া বাংলাদেশের পক্ষে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বুধবার রোহিঙ্গা বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন মন্ত্রী।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়েছে। কোনোটা বাদ দেয়া হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথমেই আমরা মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা শুরু করব। সেটা তো আমরা করছিই, যদি না হয় তবে আমরা জাতিসংঘে যাব। কিন্তু আমরা তো ইতোমধ্যে জাতিসংঘে গিয়েছি, আগেই গিয়েছি। আমরা তো সবগুলো (সবকিছু) করছি, কোনটা বাদ রাখিনি, যদি রেখে থাকি তাহলে বলেন।

তিনি আরো বলেন, জাতিসংঘের তথ্যানুযায়ী এ পর্যন্ত ৫ লাখ ৪০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সহিংসতা বন্ধ না হওয়ায় অনুপ্রবেশ ঘটেই চলছে। তবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে ফের পাঠানোই আমাদের এখন মূল লক্ষ্য।

মাহমুদ আলী বলেন, ‘আমাদের কূটনৈতিক উদ্যোগ ও জনসংযোগ কার্যক্রমের ফলেই আজ আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা ইস্যুটি এখন গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরিয়া ফর্মূলা সভার আয়োজন এবং সভায় দেয়া সব সদস্যের বক্তব্য থেকে এটি পরিষ্কার যে, রোহিঙ্গা সমস্যা সমাধনে আন্তর্জাতিক মহল গভীরভাবে নিয়োজিত আছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের পক্ষে যে জনমত সৃষ্টি হয়েছে তা সামনে আরও দৃঢ়তম হবে বলে আমরা আশা করেন তিনি।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর