খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এখনো থানায় পৌঁছায়নি: আইজিপি


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ০৮:৪৪ পিএম
খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এখনো থানায় পৌঁছায়নি: আইজিপি

ঢাকা: সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তবে ওই পরোয়ানা এখনো থানায় যায়নি। মঙ্গলবার বিকালে রাজধানীতে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এমন তথ্য জানিয়েছেন।

আইজিপি বলেন, গণমাধ্যমের মাধ্যমে শুনেছি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তা এখনো থানায় পৌছায়নি। কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে পুলিশ দিয়ে ধরিয়ে আনতে হবে, বিষয়টি এমন নয়। যেহেতু খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তি, তাই তাকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে হবে তা নয়, এটি আদালতের বিষয়।

আইজিপি বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে আদালতেই তিনি বাকি কার্যক্রম সম্পন্ন করবেন।

বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা (১৮ অক্টোবর) সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, খালেদা জিয়া দেশে ফিরলে তার দলের নেতা-কর্মীরা তাকে সংবর্ধনা দেবেন। এটি রাজনৈতিক কর্মসূচি হলে আমরা বাধা দেব না। কিন্তু কর্মসূচির কারণে যাতে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি ও জনসাধারণের দুর্ভোগ না হয়, আমরা সেই বিষয় নজর রাখবো।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর