ঢাকায় আসলেন আইওএম মহাপরিচালক


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৭, ০৬:০৩ পিএম
ঢাকায় আসলেন আইওএম মহাপরিচালক

ঢাকা: রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং। রবিবার সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। বাংলাদেশে তিনি চার দিন অবস্থান করবেন বলে জানা গেছে।

আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন আইওএম মহাপরিচালক।

এ সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আইওএম প্রধান সফর শেষে বুধবার (১৮ অক্টোবর) ফিরে যাবেন।

প্রসঙ্গত, ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে নৃশংস অভিযান শুরু করার পর এখন পর্যন্ত ৫ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৫ হাজারেরও বেশি নিরীহ রোহিঙ্গা।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ অভিযানকে বলছে ‘জাতিগত নিধনযজ্ঞ’। কিন্তু মিয়ানমার সেনাবাহিনী বরাবরই এ অভিযোগ অস্বীকার করছে। তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে এখন বিশ্ব সম্প্রদায়ের ওপর চাপ বাড়ছে।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর