উল্টোপথে গাড়ি চালানোয় প্রতিমন্ত্রী-সচিবকে জরিমানা করলেন দুদক চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ১১:৫১ পিএম
উল্টোপথে গাড়ি চালানোয় প্রতিমন্ত্রী-সচিবকে জরিমানা করলেন দুদক চেয়ারম্যান

রাজধানীতে উল্টো পথে গাড়ি চালানোয় এক প্রতিমন্ত্রীসহ কয়েকজনের জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। 

রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে এ অভিযান চালানো হয় বলে সমকালকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের উপস্থিতিতে বিকেল ৪টা থেকে পুলিশের দেড় ঘণ্টার অভিযানে জরিমানা করা হয় প্রতিমন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, ক্ষমতাসীন দলের নেতা, পুলিশ ও সাংবাদিকের গাড়িসহ অন্তত ৫০ গাড়ির। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি। 

দুদক চেয়ারম্যান রোববার হঠাৎ করেই সড়কে উল্টো পথে গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযানে নামেন। অভিযানে যেসব গাড়ির জরিমানা ও মামলা করা হয়েছে তার মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়িও রয়েছে। 

দুই ঘণ্টার ওই অভিযান চলাকালে দুদক চেয়ারম্যান ছাড়াও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহউদ্দিন এবং উর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। 

গো নিউজ ২৪/ এস কে 

জাতীয় বিভাগের আরো খবর