রাজধানীর বাড্ডায় ঘরে আগুন, প্রাণ গেল মায়ের


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ১১:২৪ এএম
রাজধানীর বাড্ডায় ঘরে আগুন, প্রাণ গেল মায়ের

রাজধানীর মধ্য বাড্ডার বৈঠাখালী এলাকায় একটি ঘরে আগুন লেগে মায়ের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে তার দুই শিশুসন্তান। রোববার ভোর পৌনে ৪টায় এ ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মা জেসমিন আক্তারের (৪০) মৃত্যু হয়। 

হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছেলে জিসান (১২) ও মেয়ে সানজিদা আক্তার (৯)।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, রাত পৌনে ৪টার দিকে মধ্য বাড্ডার সোনাকাটরা এলাকায় একটি আসবাবপত্রের দোকান ও পাশের টিনশেড ঘরে আগুন লাগে। ভোর ৫টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগুনে দগ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর মা জেসমিন মারা যান।

স্থানীয়রা জানান, জেসমিনের স্বামী আব্বাস আলী কাতারপ্রবাসী। দুই সন্তানকে নিয়ে জেসমিন ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, জেসমিনের শরীরের ৭০ ভাগ পুড়ে গিয়েছিল। হাসপাতালে আনার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জিসানের শরীরের ৩০ ভাগ এবং সানজিদার দেহের ২৮ ভাগ পুড়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গো নিউজ২৪/এবি

জাতীয় বিভাগের আরো খবর