বন্যার্তদের সাহায্যের জন্য নড়াইলে ত্রাণ সংগ্রহ


জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ১১:২৭ এএম
বন্যার্তদের সাহায্যের জন্য নড়াইলে ত্রাণ সংগ্রহ

নড়াইল: দেশের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য নড়াইলে লাল বাউল সম্প্রদায় নামে একটি সংগঠন ত্রাণ সংগ্রহ করছে।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পূর্ব পাশের গেট ও খাদ্য গুদামের সামনে থেকে নগদ অর্থসহ কাপড় সংগ্রহ করছে সংগঠনটি। 

গত শনিবার থেকে শুরু হওয়া ত্রাণ সংগ্রহ অভিযানের আজ (রোববার) শেষ দিন। এ পর্যন্ত নগদ ২৭ হাজার টাকা এবং ২ ভ্যান কাপড় সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

বন্যার্তদের সাহায্য করতে বিকাশের মাধ্যমে যে কেউ টাকা পাঠাতে পারবে বলে জানিয়েছে আয়োজকরা। বিকাশ নম্বর-০১৯৩৬-০৩৬৪০৮ (পার্থ) ও সালাউদ্দিন শিতল-০১৭১৫-৭৭০০৮৯।

এ কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক কাউন্সিলর সৈয়দ ওসমান আলী, ছরোয়ার ফকির, দিলিপ কুমার রাহা, ইমান আলী মিলন, সালাউদ্দিন শিতল, রাজুসহ সংগঠনের নেতারা।

গো নিউজ২৪/এমবি

জাতীয় বিভাগের আরো খবর